বিনামূল্যে খাবার খেতে পারবেন এই রেস্টুরেন্টে! জানুন শর্ত

4
বিনামূল্যে খাবার খেতে পারবেন এই রেস্টুরেন্টে! জানুন শর্ত

ক্রেতাদের আকৃষ্ট করার জন্য রেস্টুরেন্টের পক্ষ থেকে মাঝে মাঝেই বিভিন্ন অফার দেওয়া হয়। কিন্তু সম্প্রতি একটি রেস্টুরেন্টের পক্ষ থেকে এমন এক ধরনের অফার দেওয়া হয়েছে যা দেখে অবাক সকলে। ইতিমধ্যেই সেই রেস্টুরেন্টের অফারের পোস্ট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই অফারটি নিয়ে এসেছে গ্রাহকদের জন্য আমেরিকার একটি রেস্তোরাঁ। যেখানে আপনি বিনামূল্যে খাবার খেতে পারবেন কিন্তু তার জন্য রয়েছে কিছু শর্ত। রেস্টুরেন্টটির নাম হার্ট অ্যাটাক গ্রিল এবং এটি একটি ভিন্ন ধরনের ফুড চেইন। এখানে হাই ক্যালোরি যুক্ত খাবার পরিবেশন করা হয়। তবে রেস্টুরেন্টের শর্তে বলা হয়েছে যাদের ওজন ১৫৮ কেজি বা তার বেশি হলে রেস্তোরাঁটি বিনামূল্যে খাবার অফার করবে।

এই ধরনের অফার এই রেস্তোরাঁর নতুন কিছু নয়, এর আগেও এমন অফার দিয়েছে তারা। সেই কারণেই দারুণ বিতর্কের মধ্যে রয়েছে তারা। বছরের পর বছর অতিরিক্ত ওজন যুক্ত মানুষদের বিনামূল্যে খাবার পরিবেশন করে আসছে এই রেস্তোরাঁ। যাদের ওজন এত বেশি তাদের হাই ক্যালরি যুক্ত খাবার পরিবেশন করা হচ্ছে। যেটা একেবারেই উচিত না। এই রেস্তোরাঁর আরেক চমক হল ওয়েট্রেস এবং ওয়েটাররা নার্সের পোশাক পরেন আর শেফরা ডাক্তারের পোশাক। রেস্তোরার খাবারও হৃদরোগের সাথে যুক্ত নামে। এখানে ২০,০০০ ক্যালোরির পর্যন্ত হয় এক একটি বার্গার ও ফ্রাই।