প্রতি শুক্রবার লোকনাথ বাবার পূজা করলে দূর হয় সব দুঃখ

12
প্রতি শুক্রবার লোকনাথ বাবার পূজা করলে দূর হয় সব দুঃখ

“রণে,বনে,জলে,জঙ্গলে যখনই বিপদে পরিবে, আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব”-বলেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। আজ শুক্রবার লোকনাথ বাবার জন্মদিন। আজকের দিনে মন থেকে নিষ্ঠার সাথে লোকনাথ বাবার পুজো করলে কেটে যাবে সব বিপদ।

কিন্তু কি কি করতে হবে তা কি জানা আছে, যদি জানা না থাকে তাহলে অবশ্যই জেনে নিয়ে আজকের দিনে তা একবার করেই দেখুন, আপনার ভাগ্যে নতুন কিছু ঘটবেই।

প্রথমেই দেবাদী দেব মহাদেবের পুজো করতে হবে। এরপর তাল মিছড়ি ভোগ দিন লোকনাথ বাবাকে। লোকনাথ বাবার পুজোর প্রধান ফুল হলো নীল শাফলা ফুল। পুজো করতে বসে অন্যমনস্ক হলে চলবে না। নিষ্ঠা ভরে মন থেকে ফুল দিয়ে পুজো করুন।

লোকনাথ বাবার মন্ত্র উচ্চারণ করুন উচ্চঃস্বরে, আপনাকে বলতে হবে, “জয় বাবা লোকনাথ,জয় ব্রহ্ম লোকনাথ,জয় শিব লোকনাথ। এরপর পুজো শেষ হয়ে গেলে লোকনাথ বাবার প্রসাদ তাল মিছড়ি কচি কাঁচাদের মধ্যে ভাগ করে দিন।