সন্তানের অবাধ্য হওয়া নিয়ে চিন্তিত? জেনে নিন কি করবেন

20
সন্তানের অবাধ্য হওয়া নিয়ে চিন্তিত? জেনে নিন কি করবেন

সন্তানকে নিয়ে সব বাবা-মা চিন্তাতে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় সন্তান অবাধ্য হচ্ছে। ঠিকভাবে কারোর কথা শুনছেনা, পড়াশোনা করছেনা, বাবা মার কোনো কথাতেই কোনো তোয়াক্কা করছেনা।

জ্যোতিষশাস্ত্রের মতে, এই সমস্যাগুলির কারণ হল, যে যেরকম সংস্কার নিয়ে পৃথিবীতে আসে, সে সেইরকম ফলভোগ করে। তাই কোনো সন্তানের অবাধ্য হওয়া নির্ভর করে তার রাশিফল, গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী।

পঞ্চম স্থান হলো সন্তান স্থান। বৃহস্পতি, চন্দ্র, লগ্ন ও নবম স্থান থেকেও সন্তান সম্পর্কে বিচার করা যায়। এই সমস্ত স্থান যদি কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয় তবে সন্তান অবাধ্য হয়। এই ক্ষেত্রে সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করবেননা। জানার চেষ্টা করুন আপনার সন্তান কি চায়। আপনার সন্তান কোনো সমস্যায় পড়লে সাহায্য করার চেষ্টা করুন।