সোশ্যাল মিডিয়াতে কতই না ভিডিও ভাইরাল হয়। কিছু কিছু মজার ভিডিও দেখে হেসে গড়াগড়ি খান মানুষ। এবার যেমন একটি হাতির খেলা দেখে অবাক হলেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মহাকাল নামের একটি হাতিকে চারচাকা গাড়ি নিয়ে খেলতে দেখা যাচ্ছে। যা দেখে চক্ষু চড়কগাছ হল সকলের।
এই ভিডিওটি গুয়াহাটি শহর থেকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গুয়াহাটি শহরের একটি কার পার্কিং চত্বরে চার চাকা গাড়ি নিয়ে খেলা করছে একটা বুনো হাতি। সে গাড়িটিকে ঠেলছে। মানব শিশু যেভাবে খেলনা গাড়ি নিয়ে খেলে, বিশাল এই হাতিটিও আসল গাড়ি নিয়ে ঠিক সেভাবেই খেলছে!
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা হাতিটাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তবে তার কাছাকাছি পৌঁছে তাকে আটকায় এমন সাহস কারো নেই। হাতিটিও তাই মনের আনন্দে খেলে বেড়াচ্ছে তার খেলনা গাড়ি নিয়ে। দেখুন সেই ভাইরাল ভিডিও এই প্রতিবেদন থেকে।
Wild elephant ‘toys’ with a car in Guwahati, Assam. elephant is pushing the car for fun. pic.twitter.com/xJQodLmuGt
— Nandan Pratim Sharma Bordoloi (@NANDANPRATIM) September 21, 2022