স্বামীর গ্রুপ ডি চাকরি বাতিল হওয়ায় আত্মঘাতী স্ত্রী

8
স্বামীর গ্রুপ ডি চাকরি বাতিল হওয়ায় আত্মঘাতী স্ত্রী

গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১৯১১ জন গ্রুপ ডির চাকরি বাতিল করা হয়েছে । তার ফলেই দারুন দুশ্চিন্তায় সেই গ্রুপ ডির পরিবার। এমনটা বলার একটাই কারণ ,যেটা আপনি এই প্রতিবেদন পরলে ঠিকই জানতে পারবেন। স্বামীর গ্রুপ ডি চাকরি বাতিল হয়েছে সেই কারণে আত্মঘাতী হয়েছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ের সিজা-কামালপুর গ্রাম পঞ্চায়েতের গৌরনই গ্রামে । এই কাণ্ড তে একেবারেই অবাক বাড়ির লোকজন ও প্রতিবেশী। অনেকেই মনে করছে স্বামীর সাথে ঝগড়ার পরেই কি এমন করলেন স্ত্রী?

কিন্তু স্বামী জানায় এই ঘটনা ঘটার সময় তিনি বাড়িতে ছিলেন না মাঠে গিয়েছিলেন। বাড়িতে এসে স্ত্রী র ঝুলন্ত দেহ দেখতে পারে স্বামী। প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, ২০১৮ সালে তিনি গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলেন সেই ব্যক্তি একেবারে নিকটবর্তী ডুমুরদহ ধ্রুবানন্দ হাইস্কুলে তিনি গ্রুপ ডির চাকরি করছিলেন তিনি। কিন্তু সদ্য চাকরি বাতিল হওয়ার পরেই পরিবারের লোকজন দারুন দুশ্চিন্তার সম্মুখীন হয়। সেই দুশ্চিন্তা থেকেই স্ত্রী এই কাণ্ড বাধিয়ে বসে বলেই অনুমান। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

তবে পরিবারের দাবি, গ্রুপ ডি চাকরি পাওয়ার আগে শ্বশুরবাড়ি থেকে সেই ব্যক্তি ১০ লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি বাতিল হওয়ার পর হয়তো এখন সেই টাকা নিয়ে অশান্তি লেগেছিল স্বামী স্ত্রীর মধ্যে যার ফলে এই ঘটনা ঘটালো স্ত্রী। এই সমস্ত কিছুই অনুমান হলেও পরিষ্কার কী কারণ এখনো সেটা জানা যায়নি।