আমরা সবাই জানি যে সাপের জিভ দুই ভাগে বিভক্ত।এই জিভ কেন দুই ভাগে বিভক্ত ।এ নিয়ে পুরাণে কি বলা আছে তা আমরা জানতে চলেছি। পুরাণে নাকি বলা হয়েছে। গরুড় মাকে বন্দি করে ফেলেছিলেন সাপেরা।সেই সাপের হাত থেকে রক্ষা করার জন্য অনেক কাকতি মিনতি করেন।
কিন্তু কোনো লাভ হয় না।সেখানে গরুড়ের মা দাসীর কাজ করতো।সাপেরা পরে একটা শর্ত রাখে তার কাছে,যদি সে অমৃত এনে দিতে পারে তাহলেই তারা তার মাকে মুক্তি দেবে। পরে সে অমৃত এনে দেয়।সে দেবতাদের সাথে যুদ্ধ পর্যন্ত করেন এই অমৃতের জন্য।সে পরে অমৃত এনে দেয়।সেই খুশিতে তারা তার মাকে ছেড়ে দেয়।
কিন্তু বিষ্ণু ছল করে সেই অমৃতের ঘটি নিয়ে যায়। পরে সাপেরা এসে দেখে সেখানে সেই অমৃতের ঘটি নেই।কিন্তু কয়েকফোটা অমৃত পরে থাকতে দেখে ,তারা সেই অমৃত শক্ত ঘাসের ওপর থেকে চেটে চেটে খাওয়ার সময়ই তাদের জিভ দু ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু বিজ্ঞান এই পুরাণের সাথে তাদের মতের মিল করতে পারবে কিনা এ নিয়ে সন্দেহের অবকাশ রয়েই গেল।