শুভ অনুষ্ঠানে নারকেল ভাঙ্গার নিয়ম কেন? জানুন

12
শুভ অনুষ্ঠানে নারকেল ভাঙ্গার নিয়ম কেন? জানুন

বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম। যেমন হিন্দু ধর্ম অনুযায়ী, একটি নারকেল ভাঙা যে কোনও কাজে শুভর প্রতীক। তাই শুভ অনুষ্ঠানের সময় একটি নারকেল ভাঙার প্রথা বরাবর চলে আসছে এই ধর্মে। আর এই কাজ মূলত পুরুষরাই করে থাকেন। ভারতে যে কোনো শুভ কাজে নারকেলের ব্যবহার বেদ-পুরাণের যুগ থেকে চলে আসছে। তাই এটি অন্যতম প্রাচীন ফল। সেই সময় যাগযজ্ঞ থেকে শুরু করে যে কোনো পুণ্যকাজ বা আহুতি দেওয়ার জন্যও ব্যবহৃত হত নারকেল। আজকালকার দিনেও নারকেলের ব্যবহার রয়েছে বহু মাত্রায়। ফল হিসেবে ব্যবহারের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি এমনকি গৃহসজ্জার কাজেও নারকেলের জুরি মেলা ভার।

হিন্দুশাস্ত্র মতে, নারকেলের আর একটি নাম হল শ্রীফল। নারকেল একটি পবিত্র ফলও বটে। তাই পূজাপার্বণ, একাধিক আচার অনুষ্ঠানে নারকেল ব্যবহার করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী শুধুমাত্র ভগবান শিবের পূজাতেই নারকেল নিবেদন করা হয় না। বাকি সব দেবতার পূজা থেকে শুরু করে বিয়ে, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজে নারকেল ব্যবহৃত হয়। তবে লোকের কথায়, মহিলাদের নারকেল ভাঙা অশুভ।

পবিত্র বস্তু

হিন্দু ধর্মে এও বিশ্বাস করা হয় যে, এটি একটি বীজ। আর এই ধর্মে বীজ হল একটি শিশুর মতো। তাই কোনো মা যেমন তার সন্তানকে খুব ভালোবাসেন, আগলে রাখেন, কোনো কষ্ট দেন না, তেমনই একটি নারকেল ফাটানো একটি শিশুকে আঘাত করার মতো কষ্ট দেওয়া। আর ঠিক এই কারণেই নারকেল ভাঙতে বারণ করা হয় মহিলাদের।

এছাড়াও এ কথাও বলা হয় যে মহিলারা নারকেল ভাঙলে শিশুরা বিপদে পড়ে। শিশুর জীবনে কষ্ট ঘনিয়ে আসে, সন্তান কোনো কাজে সাফল্য পায় না।

তবে যদি নারকেল (বীজ) শিশুর মতো হয় আর পুরুষরা সেই নারকেল ভাঙে, তাহলে কি এক্ষেত্রে সন্তানের প্রতি পিতার স্নেহ ভালবাসাকে অস্বীকারের ইঙ্গিত দেওয়া হল!

একজন বাবাও একজন মায়ের মতো তার সন্তানকে ভালোবাসেন। এখানে পার্থক্য শুধু একটাই। মা যেমন ভালোবাসা খুব সহজেই প্রকাশ করতে জানে, বাবারা তেমন পারেন না। কিন্তু এর মানে কখনোই এই নয় যে বাবার তার সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই।

উপরিউক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে নারীদের নারকেল ভাঙার এই যুক্তি অত্যন্ত অদ্ভুত। এই যুক্তিটি ধর্মগ্রন্থে বর্ণিত থাকলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই।