ট্রেনের শুরুতে বা শেষে জেনারেল কোচ রাখা হয় কেন? জানুন কারন

13
ট্রেনের শুরুতে বা শেষে জেনারেল কোচ রাখা হয় কেন? জানুন কারন

অনেক সময় ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। সাধারণ ভাবে খেয়াল করলে দেখা যাবে কম দূরত্বের সফরের জন্য এক্সপ্রেস ট্রেনগুলির জেনারেল কোচেই সফর করেন বহু লোক। জেনারেল কোচের জন্য যাতায়াতের জন্য আগে থেকে কোনও বুকিং করতে হয় না।

যারা কোনও কারণে আগে থেকে সিট বুক করতে পারেন না, তারাও অনেক ক্ষেত্রে জেনারেল কোচের অপশন বেছে নেন। সকলেই জানেন যে, এই জেনারেল কোচগুলি সাধারণত ট্রেনের শুরুতে বা শেষে থাকে।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, অন্য কোচের তুলনায় স্বাভাবিক ভাবেই জেনারেল কোচে ভিড় থাকে বেশি। এই কোচগুলির ভাড়াও হয় সবথেকে কম। তাই সব স্টেশন থেকেই প্রচুর পরিমাণে যাত্রী ওঠেন ও নামেন। এমন অবস্থায় যদি ট্রেনের মাঝখানে জেনারেল বগি বসানো হয়, তাহলে স্টেশন ট্রেন থামার সময় অনেক বেড়ে যেতে পারে। এক্ষেত্রে পুরো ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বাকি কোচের যাত্রীরা ঠিক মতো করে ট্রেনে নামতে বা উঠতে পারবেন না। জেনারেল কোচের যাত্রীরা জেনারেল কোচে জায়গা না পেলে অন্য কোচেও ওঠার চেষ্টা করতে পারেন।

এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই কারণে, জেনারেল কোচ সাধারণত ট্রেনের শুরুতে বা শেষে রাখা হয়। ট্রেনের শুরুতে বা শেষে জেনারেল কোচ রাখার আরেকটি কারণ হল দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার কাজে এতে সাহায্য পাওয়া যায়। ট্রেনের মাঝখানে যদি জেনারেল কোচ রাখা হয়, তাহলে অতিরিক্ত ভিড়ের কারণে উদ্ধারকাজ চালাতে সমস্যা হতে পারে।