কেন ট্রেনে সব সময় মাঝ খানেই থাকে এসি কামরা? জানুন কারন

45
কেন ট্রেনে সব সময় মাঝ খানেই থাকে এসি কামরা? জানুন কারন

আমরা কম বেশি সকলেই ট্রেনে চড়ি। দূর পাল্লার ট্রেন হোক বা রোজকার যাত্রা। ট্রেনের সঙ্গে সকলের পরিচয় আছে। কিন্তু জানেন কী ট্রেনের এসি কামরা সব সময় মাঝ খানে কেন থাকে?।কখনও দেখবেন না ট্রেনের শুরুতে বা শেষে এসি কোচ রাখতে। মধ্যে খানেই থাকে।

ইঞ্জিন, তারপর জেনারেল, স্লিপার তারপর গিয়ে এসি কামরা থাকে এবং শেষে ফের জেনারেল কামরা থাকে। যদিও রেলের তরফে এর বিশেষ আলাদা কিছু কারণ জানা যায়নি। তবে যতটুকু জানা গেছে তা অবাক করে।

আসলে মাঝ খানে এসি কামরা থাকলে জেনারেলের ভিড়টা কম হবে। সব মানুষ হয় সামনে পা পিছনের দিকেই ভিড় জমাবেন। যারা এসিতে যাতায়াত করবেন, তাঁদের বাড়তি সুবিধা দিতেই এই ব্যবস্থা। তবে মাঝখানে এই এসি বগি থাকার কোনও সঠিক কারণ নেই।