আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ার মধ্যে যত গুলি প্লার্টফর্ম রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক। পৃথিবীর সবচেয়ে বেশি সংখক মানুষ এই মাধ্যমটি বেশি ব্যাবহার করে থাকেন। আমরা সকলেই সারাদিন দেখি কত শত মানুষ রোজ রোজ কত শত ছবি পোস্ট করছেন ভিডিও করছেন। কিন্তু যিনি এই অ্যাপ – এর স্রষ্ঠা মার্ক জুকারবার্গ তিনি বা তার প্রোফাইল জুড়ে শুধুই ধূসর ছবির একেকার। তাকে সব সময় মানুষ একই ধরনের ধূসর টি শার্ট পরতে দেখে থাকেন।
কিন্তু এমন পোশাকে কেনো তাকে সকল সময় দেখা যায় এই নিয়ে নতুন প্রজন্মের কাছে একটা কৌতূহল রয়েছে। তিনি পৃথিবীর ধনী মানুষ গুলোর মধ্যে অন্যতম একজন হয়েও একই পোশাকে কেনো তাকে দেখা যায়। এই নিয়ে নিজেই জুকারবার্গ জানান যে, এই টি-শার্ট পরার পিছনে একটা কারণ রয়েছে। এছাড়াও, অনেকেই জানতে চান পৃথিবীর অন্য ধনী ব্যক্তিদের মতো মার্ক কেন স্টাইলিশ পোশাক ও সুন্দর ঘড়ি পরেন না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মার্ক নিজে।
তিনি বলেন, তার জীবনে এই সব ছোটখাটো কাজের জন্য কোনও সময় নেই। আজ কোন পোশাক পরবো? বা কাল কোন পোশাক পরবো? এই সব পশ্ন ভেবে দুশ্চিন্তায় থাকেন বহু মানুষ। কিন্তু তিনি অন্যদের মতো এই কথা ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করতে চান না। তাই এই ধরনের ধূসর টি-শার্ট পরেন তিনি।
আসলে তাঁকে যথেষ্ট স্টাইলিশ লাগলেও তাঁর এই একই পোশাক পরার পিছনে কি কারণ রয়েছে এটা খুব কৌতূহলী একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিলো। আর তাই তাঁকে এমন প্রশ্ন করা হয়। আর তার উত্তরও যথেষ্ট স্টাইলিশ তাঁর লুকের মতোই। তাঁর উত্তর অনেকেরই খুব ভালো লাগে। তিনি নিজে কতটা নিজের কাজের প্রতি ডিভোটেড সেটাও প্রকাশ পায় তার কথায়।