কেন আজ পর্যন্ত সিঙ্গেল রয়ে গিয়েছেন মিতালী? জানালেন নিজেই

46
কেন আজ পর্যন্ত সিঙ্গেল রয়ে গিয়েছেন মিতালী? জানালেন নিজেই

ভারতীয় মহিলা ক্রিকেট দলের শচীন টেন্ডুলকার বলা হয় মিতালি রাজকে। কারণ তিনিই বিশ্বজুড়ে মহিলাদের মধ্যে সবথেকে বেশি রান সংগ্রহ করতে পেরেছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নামে একের পর এক রেকর্ড রয়েছে। তবে আশ্চর্যের বিষয়, মিতালী কখনোই ক্রিকেটের ভক্ত ছিলেন না।

তিনি হতে চেয়েছিলেন নৃত্যশিল্পী। ক্লাসিক্যাল ঘরানার অনুরাগী ছিলেন তিনি। ভারতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে মিতালীর বাবা এবং ভাই ক্রিকেটার ছিলেন। তারাও চেয়েছিলেন’ মিতালী ক্রিকেট খেলুন। তাই তিনি ব্যাট হাতে তুলে নিয়েছিলেন। সাত হাজারেরও বেশি রান তুলে সারা বিশ্বের রেকর্ড করেছেন।

তবে আজ পর্যন্ত বিয়ে করেননি মিতালী। তিনি আজ পর্যন্ত সিঙ্গেল রয়ে গিয়েছেন। কেন? তার জবাব তুলে ধরলেন মিতালী। সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি বলেন, ছোটবেলাতে তিনি বিয়ের কথা ভাবতেন। তবে আজ যখন তিনি বিবাহিতদের দেখেন তখন আর তার মাথায় এই চিন্তা আসে না। তাই তিনি সিঙ্গেল হিসেবে খুশি আছেন।