২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন, কিন্তু মা হওয়ার জন্য সেরোগেসি মাদারের সাহায্য নিয়েছেন। যেটা নিয়ে একটা সময় দারুণ বিতর্ক হয়েছে। কেন প্রিয়াঙ্কা চোপড়া সেরোগেসির মাধ্যমে সন্তান নিলেন? তখন তিনি এইসবের কোনো উত্তর দেয় নি। কিন্তু এবার তার মেয়ের এক বছর পার হওয়ার পর জবাব দিলেন সেইসব প্রশ্নের। এমনকি তিনি এটাও জানিয়েছেন সন্তান জন্মের প্রক্রিয়া তিনি অনেক আগেই শুরু করেছিলেন। মাত্র ৩০ বছর বয়সেই তিনি ডিম্বাণু সংরক্ষণ শুরু করেন। এমনকি তিনি বলেন সে নিককে বিয়ে করতেও রাজি ছিলেন না।
তিনি স্পষ্ট জানায়, আমি বাচ্চা খুবই ভালোবাসি। আমি অনেক আগের থেকেই বাচ্চা নিতে চেয়েছি। তাই ৩০ বছর বয়স থেকেই আমি ডিম্বাণু সংরক্ষণ করতে শুরু করি। তার মা একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আর সেই কারণেই মায়ের পরামর্শ নিয়েই এগিয়েছেন। তিনি বলেন, আমি উচ্চকাঙক্ষী ছিলাম, আমি আমার কেরিয়ার নিয়ে অনেকটাই সিরিয়াস ছিলাম। আর সেই সময়ে বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকলেও আমি কাওকে সেই সময় খুজে পায় নি যার সাথে বাচ্চা নেওয়া যেতে পারে। তাই আমি এই সিদ্ধান্ত নেই।
একটা সময় নাকি তিনি নিককে বিয়ে করতেও চায় নি অভিনেত্রী। তবে তারা যখন ডেট করতে শুরু করে তখন তারা কম সময়ের মধ্যেই বিয়ে করে ফেলে। কিন্তু তাদের বয়সের পার্থক্য ছিল ১০ বছরের। সেটা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। প্রিয়াঙ্কা জানায়, আসলে ২৫ বছরে সে বাচ্চা নেবে কিনা, সেটা নিয়েও দ্বিধায় ছিলাম। তাই তার সাথে ডেট করতেও চাই নি।