হিন্দু ধর্মেই যে কোনও উৎসবে পুজো একটি গুরুত্বপূর্ণ বিষয়, পুজোর সময় পুজোর জায়গায় বা দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা হয়, কিন্তু কেন?
সংস্কৃত শব্দ স্বস্তিক শব্দের অর্থ হল মঙ্গল বা কল্যাণ, মনে করা হয় যে হেতু সূর্যদেব নিজেই সৌভাগ্য সৃষ্টি এবং জীবনের প্রতীক তাই সূর্যদেবের সঙ্গে স্বস্তিক চিহ্নের সম্পর্ক টানতেই এবং শুভ অশুভ নির্দেশ করতে এটি ব্যবহার করা হয়।
ইতিহাস ঘাঁটলে দেখা যাবে হিটলারের পতাকাও এক সময় স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হয়েছিল, গবেষকরা বলছেন এই চিহ্ন প্রাক আর্য যুগের, 11 হাজার বছরেরও বেশি পুরনো এই চিহ্ন আসলে ভারতীয় সংস্কৃতির সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
তাই বাড়ির মূল দরজায় এই ছিন্ন রাখলে অত্যন্ত শুভ বলে ধরা হয়। পরিবারের সৌভাগ্য বজায় রাখতে তাই ঠাকুরের স্থানেও এই ধরনের চিহ্ন আঁকার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা।
তবে এই চিহ্ন যেন মাটি থেকে অনেক উপরে থাকে এবং শুভ কাজে বেরোনোর আগে এই চিহ্ন দেখে গেলে খুবই শুভ।