কারিশমা কাপুর, বলিউডের অন্যতম বিখ্যাত পরিবারের উত্তরসূরী। বাবা-মার যোগ্য সন্তান। ৯০ দশকে বহু সিনেমায় অভিনয় করলেও আসল সাফল্য পেয়েছিলেন রাজা হিন্দুস্তানি সিনেমার মাধ্যমে। এই সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। বিখ্যাত এই সিনেমা আজও আমাদের সমানভাবে আকর্ষণ করে।
কারিশমা তার ক্যারিয়ারের শুরুতে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, অজয় দেবগন থেকে শুরু করে অনিল কাপুর সকলের সঙ্গে অভিনয় করেছিলেন। তবে ১৯৯৬ সালে রাজা হিন্দুস্তানি সিনেমাতে অভিনয় করে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন কারিশমা কাপুর। ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল। 5.75 কোটি টাকা বাজারের এই সিনেমা বক্স অফিসে ব্যবসা করেছিল ৭৬.৩৫ কোটি টাকা।
তবে কারিশমা কাপুরের এই সাফল্যের পেছনে কিন্তু রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঐশ্বর্যের একটি ছোট্ট ভুলের কারণে রাতারাতি ইন্ডাস্ট্রিতে সাফল্য অর্জন করেছিলেন কারিশমা। রাজা হিন্দুস্তানি সিনেমার জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয় ঐশ্বর্যকেই। কিন্তু তখন পড়াশোনা করার জন্য ঐশ্বর্য এই সিনেমার অফার ফিরিয়ে দেন। পরবর্তী সময়ে কারিশমা কাপুরের কাছে এই সিনেমার অফার চলে যায়। বাকিটা ইতিহাস।
রাজা হিন্দুস্তানি সিনেমাতে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী পুরস্কারই পুরস্কৃত হয়েছিলেন কারিশমা। কোন দিকে ১৯৯৭ সালে ঐশ্বর্য প্রথম বলিউডে পদার্পণ করেছিলেন। বিশ্ব সুন্দরী হওয়ার আগে বলিউডে পদার্পণ করার তার কোনো চিন্তা-ভাবনা ছিল না তাই হয়তো আমির খানের বিপরীতে রাজা হিন্দুস্তানি সিনেমাতে অভিনয় করতে মানা করে দেন তিনি। আর তাতেই সাপে বর হয় ঐশ্বর্য রাই বচ্চনের।