একটা কথা আছে না কারোর জন্যই কিছু থেমে থাকে না, মানুষের জীবন যখন থেমে থাকে না তখন কি করে রিয়ালিটি শো গুলো থেমে যায় বলুন তো? গত ২৪ শে ডিসেম্বর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন ২০ বছরের তুনিশা শর্মা। এই কাণ্ডে তুনিশা সহ অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক শীজান খানকে জেল হেফাজতে নেয় পুলিশ কর্তৃপক্ষ।
আলিবাবা সিরিয়ালে শীজান খান অভিনয় করছিলেন তবে ইতিমধ্যেই জেল হেফাজতে থাকার কারণে তাকে এই শো টি থেকে বাদ দেওয়া হয়েছে এবং শীজানের পরিবর্তে আলিবাবার চরিত্রে আনা হয়েছে অভিষেক নিগমকে।
প্রথম দিকে ,”আলিবাবা দস্তানি কাবুল” ধারাবাহিকটি বন্ধ করে দেয়ার কথা নির্মাতারা ভেবেছিলেন কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে তারা এই ধারাবাহিকটি নতুন করে চালানোর সিদ্ধান্ত নেন।
তবে এখনো পর্যন্ত এই ধারাবাহিকটিতে তুনিশার চরিত্রে অন্য কাউকে বসানো হচ্ছে না বরং নতুন একটি চরিত্র আনা হচ্ছে। ২৪ শে ডিসেম্বর শুটিং চলাকালীনই আত্মহত্যা করেন। তুনিশার মৃতদেহ উদ্ধার করা হয় আলিবাবা দস্তানি কাবুল ধারাবাইকের সেটের মধ্যেই। দ্রুত তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে অবশেষে মৃত বলে ঘোষণা করেন।