কার প্রেমে পরলেন রশ্মিকা মান্দানা? জেনে নিন

9
কার প্রেমে পরলেন রশ্মিকা মান্দানা? জেনে নিন

বর্তমানে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার প্রেমের গুঞ্জন চারিদিকে। তবে জানা গেছে যে বিজয় এবং রশ্মীকার প্রেমের গল্প ফুরিয়েছে এবং নায়িকা নাকি অন্য একজন নায়ককে তার মন দিয়েছেন।

তিনি হলেন বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস, যিনি মূলত তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করেন। জানা যাচ্ছে সরাসরি সামনেই দেখা যাচ্ছে রশ্মীকা এবং বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসকে।

জানা গেছে তারা একে অপরকে ভীষণ পছন্দ করেন, এই কারণেই আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের প্রেমের গুঞ্জন। খবর অনুযায়ী জানা গেছে রশ্মীকা তার মন দিয়েছেন সেই তেলেগু অভিনেতাকে যদি ওই বিষয়ে দুই অভিনেতা অভিনেত্রী মুখে কুলু পেতেছেন।

পর্দায় বুক কিংবা বাস্তবে রশ্মিকা এবং বিজয়কে নিয়ে মেতেছেন তাদের অনুরাগীরা। কিছু মাস আগে শোনা গিয়েছিল যে তারা নাকি বিয়ের পরিকল্পনাও করছেন।

তবে এইরকম সময়ে তাদের প্রেম ভাঙ্গার গুঞ্জন নিয়ে যথেষ্ট হতবাক হয়ে গেছেন অনুরাগীরা। এখন প্রশ্ন হচ্ছে তবে কি রশ্মীকা সত্যিই বিজয়কে ছেড়ে দিয়ে অন্য কোন নায়কের প্রেমে পড়েছেন?