কোন মহিলাদের বেশি পছন্দ করেন ভারতীয় পুরুষেরা? দেখে নিন

8
কোন মহিলাদের বেশি পছন্দ করেন ভারতীয় পুরুষেরা? দেখে নিন

সব কিছুরই উন্নতি হচ্ছে তাহলে কেন উন্নতি হবে না ম্যাট্রিমোনি সাইটের। এখন ম্যাচ মেকিং সাইটে এত বেশি ফিল্টার রয়েছে যে আপনি যেকোনো সময় মনের মানুষ খুঁজে পেতে পারেন। কিন্তু পার্টনার খোঁজার ক্ষেত্রে কোন কোন বিষয়কে বেশি প্রাধান্য দিতে চলেছে আগামী প্রজন্ম সেই বিষয়ে একটি সমীক্ষা চালিয়েছে অনলাইন ম্যাচ মেকিং সাইটshaadi.com। এই সমীক্ষায় দেখা যাচ্ছে কম বয়সী সরকারি চাকুরে, স্নাতক ডিগ্রী এবং আর্থিকভাবে সচ্ছল এমন জীবনসঙ্গী খুঁজছে মেয়েরা।

সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় পুরুষেরা অন্যান্য মহিলাদের তুলনায় দুই গুণ বেশি পুলিশ কর্মী পাটনার পছন্দ করেন। অন্যদিকে মহিলারা সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত পুরুষ কে সাত গুণ বেশি পছন্দ করেন। তবে কৃষি কাজের মধ্যে কোন আগ্রহ নেই মেয়েদের। শমীকা অনুযায়ী যে পুরুষদের বার্ষিক রোজগার ৩০ লাখ তাদের চাহিদা ১৯০ শতাংশ। যদিও মহিলাদের ক্ষেত্রে একেবারেই ব্যাপারটি উল্টো। যে সমস্ত মহিলাদের বার্ষিক রোজগার ৩০ লাখ তাদের চাহিদা ১৭ শতাংশ। তবে এমন নয় যে কম রোজগার করা মহিলাদের কদর বেশি। যে সমস্ত মহিলারা বছরে ৪ লাখ টাকা রোজগার করেন তাদের চাহিদা অনেকটাই কম পুরুষদের থেকে।

সমীক্ষায় আরো দেখা যাচ্ছে, বিয়ের ক্ষেত্রে কোথাও না কোথাও এখনো লিঙ্গ বৈষম্য রয়ে গেছে। পেশা এবং অর্থ রোজগারের ক্ষেত্রে বা জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে এখনো লিঙ্গ বৈষম্য রয়েছে মানুষের মধ্যে। shaadi.com metrimonysite এ এক থেকে আড়াই বছর সময় লেগে যায় অনলাইনে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা ২৬ থেকে ২৯ বছর বয়সের মধ্যে পছন্দের মানুষ খুঁজে পান। পুরুষদের ক্ষেত্রে ২৮ থেকে ৩১ বছরের মধ্যে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার প্রবণতা সবথেকে বেশি। এখনো পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী সবথেকে বয়স্ক পুরুষের বয়স ৭৯ বছর এবং সবথেকে বয়স্ক মহিলার বয়স ৭২ বছর।