দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ৫ জি পরিষেবা, আর সেই কারণেই সমস্ত টেলিকম সংস্থা বিভিন্ন আগাম পরিকল্পনা করছে। দেশে সবার প্রথমে ৫ জি পরিষেবা নিয়ে এসেছে এয়ারটেল। এখন বাকি সংস্থাও খুব দ্রুত ৫ জি আনার পরিকল্পনা চালাচ্ছে। তবে এই দৌড়ে অনেকটাই পিছিয়ে ভোডাফোন আইডিয়া। এখনও পর্যন্ত কোনো শহরেই শুরু হয় নি ভোডাফোন আইডিয়া ৫ জি পরিষেবা। তাই তাদের লক্ষ লক্ষ দর্শক অনেকটাই হতাশ। তবে তারা দৌড়ে পিছিয়ে থাকলেও তারা ঘোষণা করে দিয়েছে যে, কোন কোন স্মার্ট ফোনে তাদের এই ৫ জি পরিষেবা চলবে। তবে শাওমি ও রেড মির কয়েকটি ফোনেই চলবে এই পরিষেবা।
সংস্থার তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই কয়েকটি ফোনে আপাতত ভোডাফোন আইডিয়ার ৫ জি পরিষেবা চলবে।
রেডমি নোট 11T 5G
শাওমি 11 লাইট এনই 5G
রেডমি নোট 11 প্রো 5G
এমআই 11এক্স
এমআই10
এমআই 10T প্রো
এমআই 10i
রেডমি K50i
রেডমি নোট 12 প্রো+ 5G
রেডমি নোট 12 5G
শাওমি 12 প্রো
এমআই 11 আল্ট্রা
আমআই 11এক্স প্রো
এখন প্রশ্ন হল ভোডাফোন আইডিয়া কবে তাদের ৫ জি পরিষেবা চালু করবে? কারণ এয়ারটেল ও জিও তাদের ৫ জি পরিষেবা শতাধিক শহরে শুরু করে দিয়েছে। যার কারণেই ভি আই এর গ্রাহকেরা অনেকটাই হতাশ। এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও , খুব শীঘ্রই নাকি এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে তারা।।