বিমানের কোথায় বসলে দুর্ঘটনা এড়ানো যায় সহজেই? জানুন

16
বিমানের কোথায় বসলে দুর্ঘটনা এড়ানো যায় সহজেই? জানুন

সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে, বিশ্বজুড়ে মোট বারোটি বিমান দুর্ঘটনা ঘটেছে যেখানে ২২৯ জনের মৃত্যু হয়েছে। আমাদের অনেকেরই ধারণা থাকে যে বাসের ট্রেনের মাঝে মাঝে বসলে দুর্ঘটনা এড়ানো যায় সহজেই। একেবারে সামনে কিংবা একেবারে পিছনে বসলে দুর্ঘটনার স্বীকার যতটা তাড়াতাড়ি হয়, মাঝামাঝি বসলে সেই সমস্ত ঘটনা থেকে অনেকটাই দূরে থাকা যায়।

তবে কি এই নিয়ম বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য? তবে এই সমস্ত বিষয় নিয়ে এভিয়েশন সেক্টরের এক অধ্যাপক নিজের মতামত ব্যক্ত করেছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যাত্রীদের মনের অবস্থা, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। বিশেষ করে দূরে কোনো গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা খুব আনন্দের সঙ্গেই বিমানের টিকিট কাটে। এদিকে আবার নিকটবর্তী কোনো জায়গায় যাওয়ার জন্য তারা বিমানকে এড়িয়ে চলেন।

অধ্যাপক জানিয়েছেন বিমান ভেঙে পড়া কিংবা বিমানে আগুন লাগার পর যে অবস্থার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে মাঝামাঝি আসনে বসা একজন যাত্রী অনেকটাই নিরাপদ। যাত্রাপথে যাত্রীরা সবসময় জানালার পাশের আসনটিকেই বেশি পছন্দ করে। কিন্তু সব থেকে নিরাপদ আসন মাঝের আসন। প্রায় সমস্ত বিমানেরই আসন ব্যবস্থা অনেকটা একই। বিলাস বহুল কয়েকটি বিমানের ক্ষেত্রে আলাদা। তবে আপৎকালীন রাস্তার আগের আসন গুলোকে নিরাপদ আসন বলেই ধরা হয়।