নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের ইনিংস শুরু হয়ে গেছে কলকাতায়। কয়েক দশক পর কলকাতা বাসী এমন আবহাওয়ার সাক্ষী থাকতে পারছে। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা 16 ডিগ্রি র ঘরে নেমেছে, যেটা আগামীতে আরো নিম্নমুখী হবে বলেই মনে করা হচ্ছে। শুধু কলকাতা নয় তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা এখন কম থাকবে। কলকাতার আকাশ এখন পরিষ্কার থাকবে, তার কারণেই তাপমাত্রা আরও বেশী কম। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের তাপমাত্রাও কমেছে অনেক জায়গায়, তবে দার্জিলিং বাদে অন্যত্র তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামে নি।
এই শীতের আমেজে আগামীতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এক ঘূর্ণাবর্ত। তার কারণেই তামিলনাড়ু , পুদুচেরি, কড়াইকলে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া বিদরা জানিয়েছে গাঙ্গেয় পশ্চিম উপকূলে এই নিন্মচাপের প্রভাবে তাপমাত্রার পারদ ওঠানামা করতে পারে । তবে রাজ্যে জাকিয়ে শীত পড়ার জন্য এখনো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। জানা যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আমেজ শুরু হবে রাজ্যে। তার অপেক্ষাতেই এখন দিন গুনছে শীতপিপাসু মানুষ জন।।