কবে বিদায় নেবে শীত? কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

10
কবে বিদায় নেবে শীত? কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

সকাল থেকে ঘন কুয়াশা দাপট উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, এই দাপট হয়তো আর কয়েকটা দিন তারপরেই রাজ্য ছেড়ে বিদায় নেবে শীত এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হওয়া সম্ভাবনা রয়েছে। শীতের বিদায় বেলায় দেখা যাচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনা। যার দরুন কখনো ঠান্ডা বা কখনো গরম এই ওঠা নামা লেগেই রয়েছে। উত্তরবঙ্গের আকাশ প্রায় সর্বত্র মেঘলা কিন্তু দার্জিলিং ও কালিম্পং ছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

এবার যদি কলকাতার কোথায় আসা যায় তাহলে লক্ষ্য করা যাবে আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যেটা গত শুক্রবার ছিল ১৬ ডিগ্রীর আশেপাশে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে রোদের দেখা তেমনভাবে না মিললেও উপস্থিতি বোঝা যাবে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং এ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার দাপট আগামী সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে পাহাড় বাদে অন্যান্য জেলাগুলো প্রায় শুকনোই থাকবে এই কয়েক দিন। অনেকেই মনে করেছিল শীতের দেখা আর হয়তো পাওয়া যাবে না, কিন্তু হঠাৎ করে আবার তাপমাত্রা নিম্নমুখী। শীতের এই খামখেয়ালিপনায় অবাক শীত পিপাসু মানুষেরা। আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই রাজ্য ছেড়ে পালাবে শীত । এবার ঠিক সেই পথেই এগোচ্ছে আবহাওয়া।