বিয়ের প্রস্তাব দেবার সময় বা প্রেম নিবেদন করার সময় নাটকীয় চলচ্চিত্র অনেক সময় দেখা যায় অনেক জায়গায়। কিন্তু বাস্তবে এমন ঘটনা খুব একটা ঘটনা। যদিও বা ঘটে থাকে সেক্ষেত্রে যদি বিয়ের আংটিটাই হারিয়ে যায় তাহলে কেমন হয়? বিয়ের আংটি হারিয়ে গেলে যে মুহূর্ত আরো বেশি নাটকীয় হয়ে ওঠে সেটাই দেখল গোটা ইন্টারনেট দুনিয়া।
অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্র সৈকতে নাটকীয়ভাবে বিয়ের প্রস্তাব দেওয়া আয়োজন করেছিলেন জে নামে একজন ব্যক্তি। বিয়ের প্রস্তাব দেয়ার জন্য সৈকতের একটি অংশ সাজিয়েছিলেন তিনি। বিছিয়ে ছিলেন লাল গালিচা, জ্বালিয়েছিলেন মোমবাতি। এটি প্রতিষ্ঠানকে দিয়ে এই আয়োজন করেছিলেন ওই ব্যক্তি। সঙ্গিনীকে চমকে দেওয়ার জন্যই ছিল এই আয়োজন। কিন্তু এই আয়োজনের শেষে যে তাকে নিজেকেই চমকে যেতে হবে তা হয়তো তিনি বুঝতে পারেননি।
এই ঘটনার যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে কিনা দেখা যাচ্ছে, বিয়ের প্রস্তাবে সাই রাজি হয়েছিলেন কিন্তু আংটিটা হারিয়ে গেছে। অনেকেই এই আংটি খুঁজে বার করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। এই নিয়ে সাঁই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, আংটিটা ঢিলে ছিল। পরার পাঁচ মিনিটের মধ্যেই সেটা হারিয়ে যায়। যদিও পড়ে সেই আংটি খুঁজে পাওয়া গেছে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে সাই লিখেছেন, আমার বাগদত্তার পক্ষ থেকে দেওয়া উপদেশ হলো কখনো বালির ওপর দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দেবেন না আংটি নিয়ে। হয় এই নিয়ে খবর ছাপা হবে না হলে ভাইরাল ভিডিও ঠিক তাকে প্রকাশ করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই জুটিকে নিয়ে মন্তব্য করেছেন যাদের মধ্যে একজন লিখেছেন, কি অসাধারণ মুহূর্ত। আবার একজন লিখেছেন, একই সঙ্গে মজার এবং সুন্দর মুহূর্ত। সারা জীবন ঘটনাটা মনে থাকবে।