মাধ্যমিক পরীক্ষার্থী যখন কমে যাচ্ছে? তখন শিক্ষক নিয়োগের কি প্রয়োজন? এই কথা শোনা গেল বিচারপতি বিশ্বজিৎ বসুর গলায়। এই কথার মাধ্যমে বর্তমান শিক্ষাব্যবস্হাকে কটাক্ষ করেই তিনি একপ্রকার এই কথা বলেছেন। মাধ্যমিক পরীক্ষার্থী দের সংখ্যা কমে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাই শিক্ষক নিয়োগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অবশ্য তিনি শিক্ষাব্যবস্হাকে নিয়ে বলেছেন, শিক্ষামন্ত্রীর এর আইন পরিবর্তন করা উচিৎ।
বিচারপতি জানায়, মাধ্যমিক পরীক্ষার্থী যখন ৪ লক্ষ কমে গেল , তখন নতুন শিক্ষক নিয়োগ করার দরকার কি? ১০ হাজার শিক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। ছাত্র সংখ্যা যখন কমে যাচ্ছে? তখন শিক্ষক নিয়োগের দরকরা কি? শুধু শুধু পয়সা নষ্ট।
এর সাথে তিনি বলেন, শিক্ষামন্ত্রী কে বলুন আইন বদল করতে। যে স্কুলে ছাত্রসংখ্যা কম তাদের কাছের স্কুলে পাঠিয়ে দিন। যে স্কুলে ছাত্র বেশী সেখানে শিক্ষকদের পাঠিয়ে দিন।
এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে দিচ্ছে ৬ লক্ষ ৯৮ হাজার ২৮ জন। আগামী ২৩ ফেব্রুয়ারী থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে।যেখানে গতবছর ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন পরীক্ষা দিয়েছিল সেখানেই এবার ৪ লক্ষ ছাত্র কম।