পরিবারের কোন সদস্যের মৃত্যুর পর আধার বা প্যান কার্ড কি করতে হয়? জেনে নিন

29
পরিবারের কোন সদস্যের মৃত্যুর পর আধার বা প্যান কার্ড কি করতে হয়? জেনে নিন

বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড ছাড়া বন্ধ হয়ে যেতে পারে প্রচুর কাজ। ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে আর্থিক লেনদেন সবকিছুতেই প্রয়োজন হয় এই কার্ড দুটির। শুধুমাত্র পরিচয় পত্র সীমাবদ্ধ হয়ে নেই এই কার্ড। তবে আমরা অনেকেই জানি না মৃত্যুর পর আধার কার্ড অথবা প্যান কার্ড কি করতে হয়? আপনার পরিবারের কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, তাহলে জেনে নিন আধার কার্ড অথবা প্যান কার্ড নিয়ে আপনি কি করবেন।

ব্যাংক একাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট এবং আয়কর রিটার্ন দাখিল করার জন্য প্যান কার্ড হল সবথেকে গুরুত্বপূর্ণ একটি নথী। এই ধরনের সমস্ত অ্যাকাউন্ট যেখানে প্যান কার্ড বাধ্যতামূলকভাবে প্রয়োজন হয় সেটি সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। আয়কর রিটার্ন দাখিল করা থেকে আইটি বিভাগের সমস্ত প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তখন একমাত্র এই কার্ড আপনি সরিয়ে রাখতে পারেন।

প্যান কার্ড জমা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় মনে রাখতে হবে আপনাকে। আয়কর বিভাগ চার বছরের মধ্যে শেয়ার লেনদেন মূল্যায়ন করতে পারে। এমত অবস্থায় মৃত ব্যক্তির একাউন্টে কোন ট্যাক্স রিফান্ড হাওয়ার থাকলে কেবলমাত্র প্যান কার্ড না থাকার কারণে তাকে যেতে পারে। তাই মৃত ব্যক্তি সমস্ত ব্যাংক একাউন্ট অন্য ব্যক্তির নামে স্থানান্তরিত অথবা বন্ধ করার আগে পর্যন্ত প্যান কার্ড তুলে রাখতে হবে।

প্যান কার্ড সারেন্ডার করার জন্য মৃত ব্যক্তির প্রতিনিধি অথবা আইনি উত্তরাধিকারীকে আবেদন জানাতে হবে অ্যাসেসমেন্ট অফিসারের কাছে। যার একটি কাছে প্যান কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছিল তার কাছে জমা দিতে হবে এই প্যান কার্ড। আবেদন পত্রে মৃত ব্যক্তির নাম, জন্ম তারিখ, প্যান কার্ড নাম্বার, মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্রের কপি জমা দিতে হবে। যদিও প্যান কার্ড সারেন্ডার করা কোন বাধ্যতামূলক কাজ নয়।

এবার জেনে নিই আধার কার্ড কিভাবে সারেন্ডার করবেন? মৃত্যুর পরও আধার কার্ড পরিচয় এবং ঠিকানা প্রমাণ হিসেবে একটি অপরিহার্য নথি। এলপিজি গ্যাস ভর্তুকি এবং বৃত্তি সুবিধা ছাড়া অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক। কোন ব্যক্তির মৃত্যুর পরেও এই আদারকাট নিষ্ক্রিয় করা যায় না। মৃত ব্যক্তির আধার নম্বর বাতিল করার কোন ব্যবস্থা এখনো করা হয়নি।

আধার কার্ড নিষ্ক্রিয় করার জন্য রেজিস্টারের কাছ থেকে মৃত ব্যক্তির আধার নম্বর পাওয়ার কোনো ব্যবস্থা নেই। একবার আধার কার্ড শেয়ার করার পরই কাঠামো তৈরি হয়ে গেলে রেজিস্টার মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করতে UIDAI এর সাথে যোগাযোগ করতে পারবেন। আদা নিষ্ক্রিয় করা অথবা মৃত্যুর শংসাপত্রের সঙ্গে লিংক করে নেওয়া উচিত। এই কাজ করলে মৃত ব্যক্তির আধার কার্ড নিয়ে কোনো অপব্যবহার করা যাবে না।