বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৫০ বছর বয়স পেরিয়েও এখন দারুণ সতেজ বলিউড অভিনেত্রী তাব্বু। তার রূপের রহস্য কি তা জানার জন্য অনেকেই কৌতুহল প্রকাশ করেন। বয়সকে যেন কোনো একটা মন্ত্র বলে বেঁধে ফেলেছেন তিনি। তিনি জানিয়েছেন বয়সকে ঠেকিয়ে রাখার জন্য তার পরিচর্যার নির্দিষ্ট কোন রুটিন নেই। পর্দাতে তাকে সুন্দর থাকতে হবে তাই তিনি যতটুকু প্রয়োজন ততটুকু রূপচর্চা করেন।
তিনি জানিয়েছেন কোনো গোপন রুপ রুটিন তিনি মেনে চলেন না। তবে তিনি বলেছেন যে মাঝেমধ্যে কফি বা বিশেষ কোন পাতাতে নেই ব্যবহার করেন। এর জন্য অবশ্য তার মেকআপ শিল্পী তাকে ঐ সমস্ত ব্যবহার করতে বারণ করেছিলেন। তখন ওই মেকআপ শিল্পী তাকে ৫০ হাজার টাকা দামের একটা ক্রিম কিনতে বলেছিলেন। কিন্তু ওই একবার তিনি 50 হাজার টাকা দামের ক্রিমটি কেনেন।
তিনি বলেছেন সচেতনভাবে তিনি ত্বকের পরিচর্যা করার জন্য কিছু করেন না। ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনো কাজও তিনি করেন না। নিজেকে সবসময় সুস্থ এবং ফিট রাখার চেষ্টা করেন। এটাই হলো তার সৌন্দর্যের রহস্য।