কি কারনে ব্রেক আপ ঘটল স্টার জলসা খ্যাত ঝিলিক অর্থাৎ তিথি বসুর? জানুন

11
কি কারনে ব্রেক আপ ঘটল স্টার জলসা খ্যাত ঝিলিক অর্থাৎ তিথি বসুর? জানুন

আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই অর্ধেক মানুষের ব্যাক্তিগত জীবন সম্পর্কে জানা যায়। আর কেউ যদি জনপ্রিয় মুখ হয় তাহলে তো কথাই নেই। এই যেমন সোশ্যাল মিডিয়া জুড়ে স্টার জলসা খ্যাত ঝিলিক অর্থাৎ তিথি বসুর ব্রেক আপ নিয়ে। স্টার জলসার কালজয়ী সিরিয়াল ‘মা তোমায় ছাড়া ঘুম আসে না’তে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শিশুশিল্পী হিসাবে এই একটা সিরিয়াল করেই বিরাট জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই সিরিয়ালে তাঁর অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের।

তবে বর্তমানে সিরিয়ালে আর তাকে দেখা যায়না বরং সোশ্যাল মিডিয়ায় তিনি খুব একটিভ। আর সেখান থেকেই দেখা যায় খুব অল্প বয়স থেকেই তিনি প্রেমে পড়েছিলেন ক্রিকেটার দেবায়ুধ পালের সাথে। যা নিয়ে একসময় কমচর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়। যদিও সেসব পাত্তা না দিয়ে বরাবরই বেশ খুল্লামখুল্লা প্রেম করেছেন ছোট পর্দার ঝিলিক। একসাথে কাটানো দুজনের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও শেয়ার করতে দেখা যেত অভিনেত্রীকে।

সেই সময় একজন আর নেই। গত বছরের শেষেই ২৪ ডিসেম্বর ছিল তিথির জন্মদিন। বরাবরের মতো এদিনও তিথিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর প্রেমিক দেবায়ুধ। কিন্তু এই ভালো দিনেই তাদের মধ্যে সমস্যা হয়। প্রেমিকার জন্মদিনে ভালবাসায় মুড়ে একটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জন্মদিনের আনন্দের বদলে চোখের জল পড়ে অভিনেত্রীর চোখে। আর তার পরের দিনেই সম্পর্ক ভেঙে বিচ্ছেদ ঘোষণা করেন তিথি। লিখেছিলেন, ‘আমি আর দেবায়ুধ মিলে এই সম্পর্কটাকে আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এমন ঘোষণা কেনো করলেন এই নিয়ে তার অনুরাগীরা অনেকেই তাকে প্রশ্ন করেছে। এই নিয়ে প্রথমে কিছু না বললেও তার নতুন ইউটিউব চ্যানেলে সেই বিষয়ে মুখ খোলেন তিথি। তিনি বলেন, ‘কোনও সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায়, তখনই সমস্যা। মা বাবারা সন্তানের ভাল চেয়ে হয়তো এগুলো করে থাকেন। হয়তো কোথাও গিয়ে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তবে এর দোষ আমি পরিবারকে দিতে চাই না।’
যে কারণেই হোক তাদের সম্পর্ক আর নেই সেটাই স্পষ্ট হয় তার কথায়।