দিদির বাংলা আকাদেমির পুরস্কার পাওয়া নিয়ে শ্রাবন্তীর কী অভিমত? জানুন

27
দিদির বাংলা আকাদেমির পুরস্কার পাওয়া নিয়ে শ্রাবন্তীর কী অভিমত? জানুন

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রাজনীতি নিয়ে ভাবার সময় নেই এখন। যদিও ‘ভয় পেয়ো না’ ছবির প্রচারে মঙ্গলবার তাঁর পাশেই দেখা গেল মদন মিত্রকে। শ্রাবন্তী বললেন, উনি আমার বাবার বন্ধু। আমাদের পরিবারের অংশ। উনি আমায় মেয়ের মতো স্নেহ করেন। ওঁর মতো মানুষ আমার ছবির প্রচারে এলে আমার ছবির সম্মান বাড়ে।

গত সোমবার বিকেলে পঁচিশে বৈশাখ উদ্‌যাপনে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু জানান, শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়ে এই পুরস্কার এ বছর দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

দিদির পুরস্কার পাওয়া নিয়ে শ্রাবন্তী বলেন, খুবই ভাল খবর। দিদি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। দিদির যে কাব্যের প্রতি ভালবাসা, তা এত দিনে সম্মানিত হল, তা ভেবেই ভাল লাগছে আমার। আমি আশা করব, দিদি আরও আরও ভাল কাজ করুন এবং সম্মান পান।