পুরনো ৫০০-১০০০ টাকার নোট নিয়ে কি করা হয়েছে? সম্প্রতি প্রকাশিত হল সেই সংক্রান্ত আরটিআই রিপোর্ট

23
পুরনো ৫০০-১০০০ টাকার নোট নিয়ে কি করা হয়েছে? সম্প্রতি প্রকাশিত হল সেই সংক্রান্ত আরটিআই রিপোর্ট

পাঁচ বছর আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সরকারের আমলে রাতারাতি 500 এবং হাজার টাকার নোট বাতিল হয়ে যায়। দেশ থেকে কালো টাকা দূর করতে রাতারাতি ডিমানিটাইজেশন চালু করেছিল মোদি সরকার। সেই নোটের বদলে নতুন 500 এবং 2000 টাকার নোট চালু করা হয়।

500 এবং 2000 টাকা ছাড়াও 20, 50, 100, 200 টাকার নতুন নোট এসে যায় বাজারে। নোটবন্দীর সময় প্রায় 15 লাখ কোটির বেশি পুরনো নোট জমা পড়ে ব্যাঙ্কে। পুরনো নোট নিয়ে কি করা হয়েছে সেই সংক্রান্ত আরটিআই রিপোর্ট সম্প্রতি এসেছে প্রকাশ্যে। সেখানে জানানো হয়েছে বাতিল হয়ে যাওয়া নোট দিয়ে বর্তমানে বিভিন্ন সামগ্রী তৈরি করা হচ্ছে।

সেগুলিকে প্রথমে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। তারপর নোটগুলিকে কারেন্সি ভেরিফিকেশন প্রসেসিং সিস্টেমের আওতায় আনা হয়েছে। পুরনো নোট ব্যবহার করে কোনোভাবেই নতুন নোট চালু করা হয়নি। উল্লেখ্য, আরবিআই যে নোটগুলোকে রিসাইকেল করার সিদ্ধান্ত নেয় সেগুলোকে সেরকমভাবেই প্রসেসিং করা হয়। তবে যে নোট আরবিআই একেবারেই ব্যবহার করতে চায় না সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই করা হয়েছে।