ভুল বসত চুইংগাম গিলে ফেললে কি হয়? জানুন

21
ভুল বসত চুইংগাম গিলে ফেললে কি হয়? জানুন

ছোট থেকে বড় সকলেরই প্রায় কাছের জিনিস হল চুইংগাম। অনেক সময় আমরা ভুল বসত চুইংগাম খেতে খেতেই গিলে ফেলি। অনেকেরই মনে ধারণা আছে যে চুইংগাম গিলে ফেললে নাকি সেটি হজম হয় না। পেটের এক আটদিন নয়। ৭ বছর থেকে যায়। এমনই ধারণা যে ঠিক নয় তা নিয়ে আমরা কিছু আলোচনা করব।

যদি চুইংগাম চিবাতে চিবাতে হঠাৎ করে গিলে ফেলেন তাহলে ভয় পাবেন না। এটি ঠিক হজম হয়ে যাবে। আপনার খাবার কি হজম করার জন্য পাচনতন্ত্রে অ্যাসিড এবং এনজাইম রয়েছে। এই পাচনতন্ত্রের অ্যাসিড এবং এনজাইম চুইংগামকে হজম হতে সাহায্য করবে।

নিউইয়র্কের ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের গবেষণা তথ্য থেকে জানা যায় চুইংগাম আমাদের হজম হয়ে যায়। আমরা যখন খাবার খাই তার কয়েক ঘন্টার মধ্যেই খাবারটি হজম হয়ে যায়। কিন্তু চুইংগাম আমাদের পেটে হজম হতে একটু সময় লাগবে। হয়তো এটি হজম হতে সাতদিন পর্যন্ত সময় লাগতে পারে। মলে পরিণত হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। তাই হঠাৎ করে যদি চুইংগাম গিলে ফেলেন এতে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।