অনেকেই সোনা বা রুপোর গয়না পরতে খুব ভালোবাসেন। সখের বশে তাই সোনা বা রূপোর গয়না বানিয়েও ফেলেন তারা। তবে সেসব গয়না অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করতে হয় পাছে যদি হারিয়ে যায়। কারণ আজকালকার দিনে সোনার যা দাম তাতে একবার গয়না হারিয়ে ফেললে তা নতুন করে বানাতে হিমসিম খেতে হয় মধ্যবিত্তকে। তবে সবকিছুর ঊর্ধ্বে গহনা হারানো মোটেই ভালো লক্ষ্য নয়, কারণ প্রতি মুহুর্তে তার ভোগ করতে হয়।
> গলার হার– গলার হার হারিয়ে গেলে চূড়ান্ত অপমানিত হওয়ার আশঙ্কা থাকে।
> কানের দুল– কানের দুল হারিয়ে গেলে আপনি শীঘ্রই কোনো খারাপ খবর পেতে পারেন। বিশেষত সোনার কানের দুল হারিয়ে ফেলা অত্যন্ত অশুভ।
> নাকের নথ– নাকের নথ হারিয়ে গেলে আগামী দিনে অপমানিত হওয়ার যোগ থাকে।
> মুকুট– মুকুট হারিয়ে গেলে মাথার রোগে আক্রান্ত হতে পারেন।
> টিকলি– টিকলি হারিয়ে গেলে মাথার চাপ বৃদ্ধি পায়।
> হাতের চুড়ি বা বাজু– হাতের চুড়ি বা বাজু যদি হারিয়ে যায় তাহলে অর্থকষ্টে ভোগান্তির শেষ থাকে না।
> আংটি– আংটি হারিয়ে যাওয়ার মানে আগামী দিনে শারীরিক অসুস্থতার সম্ভাবনা। কারণে, অকারণে হঠাৎ হঠাৎ শরীর খারাপ হতে পারে।
> পায়ের নূপুর– বাঁ পায়ের নূপুর হারিয়ে গেলে একদিকে যেমন দুর্ঘটনা ঘটতে পারে, তেমনই অন্যদিকে ডান পায়ের নূপুর হারিয়ে যাওয়ার অর্থ সম্মানহানির আশঙ্কা।