কি কি ঘটনা ঘটেছিল রূপা গাঙ্গুলির জীবনে? জানুন

9
কি কি ঘটনা ঘটেছিল রূপা গাঙ্গুলির জীবনে? জানুন

প্রথম দিকে বাংলা বিনোদন দিয়ে অভিনয় জগৎ শুরু করেছিলেন রূপা গাঙ্গুলি তবে শুধুমাত্র যে বাংলার মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন তা কিন্তু নয়, পরবর্তীকালে তিনি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তিনি সুযোগ পেয়েছিলেন জনপ্রিয় রামানন্দ সাগরের মহাভারত ধারাবাহিকের দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার। তাঁর জীবন্ত চিত্রায়ন তাকে স্থান দিয়েছিল ভারতীয় দর্শকদের মনে।

তাঁর দীপ্ত অভিনয়ে সকল দর্শকদের মনকে জয় করে নিয়েছিল, তবে একদিকে যখন তাঁর ক্যারিয়ারের সাফল্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল ঠিক সেইখানে দাঁড়িয়ে অভিনেত্রীর জীবন হয়ে গেছিল এক অন্ধকারময় জীবন। দ্রৌপদী চরিত্রে অভিনয় করার জন্য যেমন একদিকে তার খ্যাতি বেড়ে গিয়েছিল দেশ দেশান্তরে, তেমনি এই চরিত্রে অভিনয় করার জন্য তাঁর বাস্তব জীবনের সংসারে ধরে ছিল ভাঙন।

এই আক্ষেপ চিরজীবন থাকবে অভিনেত্রীর, সবকিছু পেয়েও যেন অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা রয়েছে তার জীবনে। এই চরিত্রে অভিনয় করার জন্য তার সংসারটি আর করা হয়নি তবে এখন প্রশ্ন যে কি ঘটেছিল রূপা গাঙ্গুলির জীবনে?

২০০৭ সালে ১৪ বছরের সম্পর্কে ভাঙ্গন ধরে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। অভিনেত্রীর এই বিবাহবিচ্ছেদ হওয়ার কারণ হলো তার দ্রৌপদীর চরিত্রে অভিনয় করা। ১৯৯২ সালে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখার্জির সঙ্গে অভিনেত্রীর বিয়ে হয়, তবে ২০০৭ সাল থেকেই তারা আলাদা ভাবে থাকতে শুরু করে এবং ২০০৯ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে।

বিয়ে ভাঙার পরবর্তীকালে অভিনেত্রী কলকাতায় আসেন এবং শোনা যায় যে বেশ কয়েকবার তিনি আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন, তবে সেই সমস্ত কাহিনী এখন অতীত। তিনি অভিনয় সংসার জীবন ত্যাগ করে এখন সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেছেন এবং যোগদান করার পর সভা সমিতি দলীয় কাজে তিনি ব্যস্ত থাকেন, তবে সেই জীবন থেকেও পরবর্তীকালে আবার বিরতি নিয়ে ধারাবাহিকে ফিরেছেন তিনি। ছোট পর্দায় ‘মেয়ে বেলা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে।