রাশি অনুযায়ী পাত্রীর অদ্ভুত মিলিকে বলা হয় রাজযোটক। কিন্তু রাজযোটক বুঝবেন কী করে? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পাত্র বা পাত্রীর বিয়ের জন্য রাজযোটক বিচার করা হয় যেটি প্রধানত তিনটি রাশিচক্র দেখার প্রয়োজন হয়।
প্রথমত রাশির সঙ্গে রাশির মিলন, দ্বিতীয়ত অষ্ট কূট বিচারের মাধ্যমে গুণাগুন, তৃতীয়ত পাত্র পাত্রীর বিবাহের স্থান আয়ু সহ বিবাহ বিচ্ছেদ বা দুর্ঘটনার যোগ রয়েছে কি না দেখা হয়।
এই তিনটি বিষয় বিশ্লেষণ করার পর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তা প্রতিকার করা হয়। এই অষ্ট কূট বিচারের মধ্যেই ছত্রিশটি গুণের মধ্যে উভয়ের কত গুণ মিলছে তাও দেখা হয়।
যদি ছত্রিশটি গুণের মধ্যে 18 গুণের বেশি মিল হয় তা হলে বিবাহিত জীবনে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে পাত্র বা পাত্রীর রাশি যদি এক হয় সেক্ষেত্রেও রাজযোটক বলা হয়।