মারুতি সুজুকি Alto দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। মারুতির এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাক মধ্যবিত্তের প্রথম পছন্দ। জানুয়ারি মাসে দেশে প্রায় ২১,৪১১টি অল্টো বিক্রি করেছে মারুতি।
গত বারে সেই সংখ্যাটা ছিল ১২,৩৪২টি। ফলে বিক্রি যে অনেকটাই বেড়েছে, তা বলাই যায়। অল্টোর নতুন মডেল ক্রেতাদের মনে ধরেছে। ৩.৯৯ লক্ষ টাকা এক্স-শোরুম দাম। সেটিও অনেকের বাজেটের মধ্যেই পড়ছে।
এর ঠিক পরেই, বিক্রির নিরিখে দুই নম্বরে রয়েছে WagonR। জানুয়ারি মাসে ২০,৩৩৪টি ওয়্যাগনআর বিক্রি হয়েছে ভারতে। যাঁরা অল্টোর থেকে এক ধাপ বেশি প্রিমিয়াম গাড়ি চান, তাঁরাই সাধারণত ওয়্যাগনআর কিনে থাকেন।এর পরেই তিন নম্বরে রয়েছে মারুতি সুজুকি সুইফট। জানুয়ারি মাসে ১৬,৪৪০ ইউনিট সুইফট বিক্রি হয়েছে।