কথায় বলে কখন কিভাবে বিপদ যে চোখের সামনে এসে পড়বে তা কেউই বলতে পারে না। হতেই পারে আনন্দের জায়গাতেই মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়তে পারে আতঙ্ক। এ রকম একটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার একটি ওয়াটার পার্কে। চোখের সামনে এক মুহুর্তের মধ্যে ভেঙে গেল ওয়াটার স্লাইড।
হঠাৎ করেই ওয়াটার স্লাইড ভেঙে পড়ে ৩০ ফুট নিচে চলে যায় যার ফলে ১৬ জন আছাড় খেয়ে পড়ে ঐ ওয়াটার স্লাইড থেকে। এদের মধ্যে আটজনকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে, তিনজনের হাড় ভেঙে গেছে এবং অন্যান্যদের অল্পস্বল্প চোট লেগেছে। ঘটনাটি ঘটেছে ৭ই মে ইন্দোনেশিয়ার কেনজেরান ওয়াটার পার্কে।
এই মর্মান্তিক ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গেছে পার্কে আসা মানুষেরা স্লাইডে চড়ে আনন্দ উপভোগ করছিলেন কিন্তু হঠাৎই ঘনিয়ে আসে বিপদ। স্লাইডটি মাঝখান থেকে ভেঙ্গে নিচে পড়ে যায় যার ফলে ওই স্লাইডের মধ্যে বেশকিছু লোকজন আটকে পড়ে।
এই ওয়াটার স্লাইড ড্রাইভিং ৩০ ফুট নিচে আছাড় খেয়ে পড়ে, এই গোটা ব্যাপারে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ওয়াটার স্লাইডের ওপর বেশি মানুষ চেপে গিয়েছিলেন যার জন্যই ভার সহ্য না করতে পেরে ভেঙে পড়ে । এইরকম একটি ঘটনার জন্য স্থানীয় প্রশাসন দায়ী করেছে পার্ক কর্তৃপক্ষকে এবং তাদের নির্দেশ দিয়েছেন এই ঘটনায় আহতদের চিকিৎসার সমস্ত দায়ভার গ্রহণ করতে।