মন ভালো করতে দেখুন এই হাস্যকর খেলাটি

30
মন ভালো করতে দেখুন এই হাস্যকর খেলাটি

পৃথিবীতে মানুষকে অথবা দর্শককে আনন্দ দিতে কতো কিছুই না খেলা আছে, সবই দর্শকদের আনন্দ দেবার জন্য, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খেলা সেখানকার মানুষদের কাছে খুব জনপ্রিয়।

এই ভিডিওটি দেখলে এই খেলার মর্ম বোঝা খুব একটা কঠিন কাজ হবে না। কারণ খেলাটি যত টা না কষ্টকর তার থেকে ঢের বেশি হাস্যকর।

এই খেলায় সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজেকে শ্রেষ্ঠ প্রমান করতে হবে, শুধু এখানেই শেষ নয়, গোটা রাস্তাটি পিছল করে দেওয়া হয়েছে, সব প্রতিযোগী সিঁড়ি ধরে উপরে ওঠার চেষ্টা করলেও পিছল থাকার কারণে একে অপরের উপরে হুড়মুড়িয়ে পরে যাচ্ছে, উপস্হিত দর্শকেরা তা দেখে হাসি চেপে রাখতে পারছে না।

দেখুন সেই ভিডিও, আপনিও কিছুটা হেসে উঠবেন চ্যালেঞ্জ রইলো-