লটারি সবাই কাটে। টাকা পায় কজন। সত্যি এটা ভাগ্যের জিনিস। কার ভাগ্যে আছে কেউ জানে না। কিন্তু আপনি যদি নিজের ভাগ্য নিজেই গড়তে চান, অর্থাৎ খুব সহজেই লটারি জিততে চান তবে এই নম্বরের ওপর নজর দিন।
যখন নম্বর বাছবেন তাতে যেন বিজোড় সংখ্যা থাকে যেমন ৭, ৯ ।
টিকিটের নম্বর কম দিয়ে শুরু করলেই ভালো যেমন ১। বিশেষজ্ঞরা বলছে ৬০% সফল টিকিটে ১ নম্বরটি থাকে।
পরপর নম্বর রাখুন তাহলে জেতার সম্ভবনা বেড়ে যেতে পারে যেমন ৫-৬,৭-৮ ।
আর ৮ নম্বরের কাছাকাছি নম্বর যুক্ত টিকিট বাছুন যেমন ৭ বা ৯। এতে জেতার সম্ভাবনা বেড়ে যায়।