গাছে উঠতে চাইছেন নাকি অন্য কিছু? ভাইরাল ঋতুপর্ণার পোস্ট

15
গাছে উঠতে চাইছেন নাকি অন্য কিছু? ভাইরাল ঋতুপর্ণার পোস্ট

বলিউডের এভারগ্রীন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকেন। এখনো এই বয়সে যেভাবে নিজেকে ধরে রেখেছেন তা সত্যি প্রশংসনীয়। ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। এই ছবিতে শীতের আমেজ উপভোগ করতে দেখা গেছে অভিনেত্রীকে।

ছবিতে দেখা গেছে তিনি সবুজের মাঝে কোথাও ঘুরতে গেছেন। সেখানে একটি গাছের পাশে দাঁড়িয়ে তিনি পোজ দিয়ে ছবি তুলেছেন। ছবিটি এমন ভাবেই তুলেছেন যেন মনে হচ্ছে তিনি গাছে উঠতে চাইছেন। আকাশের দিকে তাকিয়ে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। পরনে রয়েছে একটি শ্রাগ। নিম্নঙ্গ উন্মুক্ত। পায়ে হিল তোলা বুট জুতো।

ছবিটি ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন। কেউ কেউ অভিনেত্রীকে কাঠবিড়ালি সঙ্গে তুলনা করেছেন কেউ আবার লিখেছেন আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন অভিনেত্রী? আম পড়বে না বেল? কেউ আবার লিখেছেন গাছে ওঠার বৃথাই চেষ্টা করছেন আপনি। সবমিলিয়ে অভিনেত্রীর ছবি আরো একবার মানুষের মন ছুঁয়ে গেল, তা বলাই বাহুল্য।