ব্যারিকেড দেওয়া অদ্ভুত পোশাক পরে ফের ভাইরাল উর্ফি

9
ব্যারিকেড দেওয়া অদ্ভুত পোশাক পরে ফের ভাইরাল উর্ফি

বরাবরই সমালোচনার মধ্যমণি হয়ে থাকতে চান উর্ফি। অদ্ভুত সমস্ত পোশাক পরে বারবার ক্যামেরার সামনে এসে সকলের মনোরঞ্জন করেন এই তারকা। ঊর্ফি এমন একজন মানুষ যিনি বলিউডে পদার্পণ না করেও সকলের অ্যাটেনশন নিতে সক্ষম হয়েছেন। এবার আরো একটি ভিডিও পোস্ট করে খবরের শিরোনাম ছিনিয়ে নিলেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন তারকা যার ক্যাপশনে তিনি লিখেছেন, যখন চা খাওয়া বেশি জরুরী হয়। ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়িতে বসে আছেন তিনি। একটি ব্যারিকেড দেওয়া অদ্ভুত পোশাক পরে রয়েছেন তিনি যার ফলে হাতে থাকা কাপ দিয়ে চা খেতে অসুবিধা হচ্ছে তারকার।

যদিও শেষ পর্যন্ত ব্যারিকেট আড়াল করে তিনি চা পান করলেন কিন্তু তার চেয়ে বেশ সমস্যা হচ্ছিল তার স্পষ্ট হয়ে যায় ভিডিও দেখে। মাত্র কয়েক ঘন্টায় কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। কেউ কেউ কমেন্ট করে বলেছেন, এভাবেই সকলকে বিনোদন দিতে থাকুন। আবার কেউ বলেছেন, স্ট্র আপনার জন্যই আবিষ্কার করা হয়েছিল।