বলিউডের নতুন প্রজন্মের হিরো হিরোইনদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন কিয়ারা আদবানি৷ তাঁকে নিয়ে সর্বদাই সরগরম থাকে বি-টাউন৷ নিজের অভিনয় দক্ষতা আর স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে খুব কম দিনের মধ্যেই তিনি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। এই লাস্যময়ীর রূপে আট থেকে আশি রীতিমতো সকলেই পাগল।
সর্বদাই এই সুন্দরীকে শিরোনামে থাকতে দেখা যায়। হট ফটোশ্যুট থেকে শুরু করে সাধারণ ছবি পোস্ট, সবেতেই নেটিজেনরা মুখিয়ে থাকে তাঁর দিকে। শুধু তাই নয়, বোল্ড ফটোশ্যুটেও কিয়ারা বেশ সাবলীল, তার প্রমাণ তিনি আগেই দিয়েছেন। ডাব্বু রত্নানির ন’গ্ন ফোটোশ্যুট থেকে ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমেহনের দৃশ্যে ভাইব্রেটর ব্যবহারে আগুন ঝরিয়েছিলেন কিয়ারা৷ কোনো বিতর্কই তাকে টলাতে পারেনি। নিজের প্রফেশনে তিনি খুবই দায়িত্বশীল।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে কিয়ারা আডবাণীর নতুন ফটোশ্যুটের বেশ কিছু ছবি। আর তাঁর নয়া ছবিতে তোলপাড় গোটা নেটদুনিয়া। নাভি পর্যন্ত উন্মুক্ত বক্ষ – সিক্যুয়েন্সের ব্লু জাম্পস্যুট হোক বা বিকিনি-মনোকিনি, অভিনেত্রী কিয়ারা আডবানির একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
সিক্যুয়েন্সের ব্লু জাম্পস্যুটে কিয়ারা যেন আগুন ঝড়িয়েছে। চোখে রয়েছে গভীর ইশারা।
হাই থাই-স্লিট হলুদ শিমার ড্রেসে কিয়ারা লাবণ্যময়ী।
শিমারি গোল্ডেন ড্রেসে অভিনেত্রী কিয়ারা অনন্যা।
সিজলিং হলুদ হাই থাই-স্লিট ড্রেসে কিয়ারার লাস্যময়ী রূপ জ্বলজ্বল করছে।
মারমেইড গাউনে কিয়ারাকে যেন সত্যিই মৎস্যকন্যা লাগছে। এই পোশাকটির বিশেষ বৈশিষ্ট্য হল এর উন্মুক্ত কাঁধ। এটি একটি সম্পূর্ণ অঙ্গচাপা পোশাক। আর এই কালো রঙা পোশাকে মোহময়ী হয়ে উঠেছেন কিয়ারা।
ওয়ান শোল্ডার হলুদ জাম্পস্যুটে কিয়ারার বোল্ড পোজ নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করছে।
উজ্জ্বল গোলাপি রঙের পোশাকেও তাঁর দিক থেকে চোখ সরানো দায়।
পার্পল কালারের পোশাকটির নেকলাইন যথেষ্ট গভীর। তবে এ ধরণের পোশাকেও ফটোশ্যুটেও কিয়ারা যথেষ্ট সাবলীল।
প্যাস্টেল শেড মারমেইড স্টাইল গাউনে কিয়ারারর রূপলাবণ্য আকাশছোঁয়া।
ব্ল্যাক কাটআউট ড্রেসে কিয়ারা যেন আগুনের অন্য নাম।