সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব জীবনে বিস্ফোরক কাজকর্ম করে থাকেন কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ার নিজের কাজকর্মের জন্য একাধিক বার সমালোচিত হন। সম্প্রতি তিনি এমন একটি পদক্ষেপ নিয়েছেন যার ফলে তিনি সকলকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কাউকে ভয় পান না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তার মানালির রাজকীয় বাড়ির ছবি শেয়ার করেছেন যেখানে বাড়ির অন্দরমহলের সজ্জা দেখে হতবাক হয়ে গেছেন তার অনুরাগীরা।
তবে এবার অভিনেত্রী যে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া তাদেরকে একেবারে অবাক তার অনুরাগীরা। প্রত্যেকের একটাই কথা যে এরকম কথা কেউ নিজের দরজার বাইরে লেখেন না। কঙ্গনা তার ইনস্টাগ্রামে যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে যে তার মুম্বাইয়ের বাড়ির বাইরের দেয়ালে তিনি একটি ফলক ঝুলিয়েছেন এবং সেখানে লেখা রয়েছে,” কোন ধরনের অনুপ্রবেশের নিষিদ্ধ লঙ্ঘন করলেই গুলি করা হবে। যদি বেঁচে যান তাহলে ফের গুলি করা হবে”।
নিজের দরজার বাইরে এই ধরনের লেখা কি করে লিখতে পারেন সেটা ভেবে রীতিমতো অবাক হয়ে গেছেন তার অনুরাগীরা। নেটিজেন দের মতে অভিনেত্রী সবসময় বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কতটা লড়াকু এবং তার হাতেই রয়েছে শত্রু নিধনের অস্ত্র। একদিকে কয়েকজন নেটিজেন যেমন তাঁর প্রশংসা করেছেন তেমনি অন্যদিকে অভিনেত্রীকে অসভ্য হলেও কটাক্ষ করেছেন অনেকে।