রান্নার জন্য এখনও কাটকুটোর ওপরে ভরসা গ্রামের মহিলাদের

8
রান্নার জন্য এখনও কাটকুটোর ওপরে ভরসা গ্রামের মহিলাদের

রান্নার গ্যাস নেই এখন বেশীরভাগ জায়গায়। পশ্চিমবঙ্গের গ্রামের বেশীরভাগ জায়গাতেই নাকি গ্যাস নেই। আগুন জ্বালানোর জন্য এখন কেবল তাদের কাঠকুটোই ভরসা। শহরে এখন ৭৬% পরিবারে গ্যাস ব্যবহার হয় ঠিকই কিন্তু গ্রামের দৃশ্যটা আলাদা, কারণ গ্রামের ৭৬% মানুষই নাকি কাটকুটোর ওপরে ভরসা করেই আছে। গ্রামের মাত্র ২১% মানুষই এই গ্যাস ব্যবহার করে থাকে। প্রধানমন্ত্রী যখন উজ্জ্বলা যোজনা নিয়ে আসে তখন সেই প্রকল্পের লক্ষ্য ছিল একটাই গরিব পরিবারের মহিলাদের নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়া। কেন্দ্রের তরফে থেকে সমীক্ষা করা হয়েছে সেখানে বলা হয়েছে উজ্জ্বলা যোজনার সাত বছর পরেও গোটা দেশে গ্রামাঞ্চলের অর্ধেকেরও কম পরিবারে রান্নার গ্যাসে রান্নাবান্না হচ্ছে।

শহরের মহিলারা ৮৯ শতাংশ পরিবার রান্নার গ্যাস ব্যবহার করলেও গ্রামের মহিলাদের সংখ্যাটা অনেকটাই কম।মাত্র ৪৯.৪ শতাংশ পরিবার। এটা তো গেল দেশের কথা কিন্তু পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয় তাহলে সেই ছবি আরও করুণ। কারণ পশ্চিমবঙ্গের গ্রামের ৭৬% পরিবারই নাকি এখন কাঠকুটোর ওপরেই ভরসা করে রয়েছে। এই হিসেবে ছত্তিশগড়ের অবস্হা আরও খারাপ। ছত্তীসগঢ়ে গ্রামের ৮৪ শতাংশের বেশি পরিবারে কাঠকুটোয় রান্না হয়। বিহার , ঝাড়খন্ডের তুলনায় পশ্চিমবঙ্গের হাল অনেকটাই ভালো।