99 টাকা থেকে আগে Airtel-র সবচেয়ে কমদামি প্ল্যানটি শুরু হত। এখন তার জন্য গ্রাহককে দিতে হবে 155 টাকা। Jio, Airtel-র মতো সংস্থা যখন কমদামি প্ল্যানগুলি তুলে নেওয়ার পথে হাঁটছে, তখন ঠিক উল্টো রাস্তাতেই হাঁটতে চাইছে BSNL, VI-রা।
দিন কয়েক আগেই নতুন করে 99 টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে BSNL। এবার ঠিক সেই কাজটাই করল VI-ও। প্রিপেড গ্রাহকদের জন্য গোটা দেশ জুড়ে তারা চালু করল 99 টাকার বিশেষ প্ল্যান।
99 টাকার এই রিচার্জ প্ল্যানের আওতায় গ্রাহক পাবেন মোট 200 MB ডেটা। মিলবে টকটাইমও। প্রতি সেকন্ড পিছু 2.5 পয়সার বিনিময়ে যে কোনও নেটওয়ার্কে কল করতে পারবেন গ্রাহক। তবে এই প্ল্যানের আওতায় মিলবে না কোনও রকম SMS।
মূলত যারা সেকন্ডারি সিম হিসেবে ব্যবহার করতে চান VI সিমটিকে, তাঁদের জন্য আদর্শ হতে চলেছে এই প্ল্যানটি।VI-এর ওয়েবসাইট বা অ্যাপ,দু’জায়গা থেকেই রিচার্জ করা যাবে এই প্ল্যানটি। যে কোনও UPI অ্যাপ থেকেও করা যাবে রিচার্জ।