নিজেদের মধ্যে মিলন কমিয়ে দিয়েছে মৌমাছি সহ বিভিন্ন পতঙ্গরা! চিন্তায় বিজ্ঞানীরা

5
নিজেদের মধ্যে মিলন কমিয়ে দিয়েছে মৌমাছি সহ বিভিন্ন পতঙ্গরা! চিন্তায় বিজ্ঞানীরা

আজ একমাত্র মানুষের ভুলেই পৃথিবী প্রায় ভয়ংকর বিপদের দোরগোড়ায়। আর সেই বিপদের বড় আকার নিতে খুব বেশি দেরী নেই। সম্প্রতি একটি গবেষণায় ধরা পড়েছে মৌমাছি সহ বিভিন্ন পতঙ্গরা নিজেদের মধ্যে মিলন কমিয়ে দিয়েছে। অস্বাভাবিকভাবে তারা আর আগের মত মিলিত হচ্ছে না।

সাধারণত প্রজননের জন্য মিলিত হয় মৌমাছিরা। মিলনের আগে তাদের শরীর থেকে ফোরোমোন নামের এক রাসানিক নির্গত হয় এবং সেই আকর্ষণেই তারা একে অপরের কাছে আসে। কিন্তু বাতাসে ওজোন গ্যাসের পরিমাণ বেশি হওয়ার কারণে ফোরোমোনের আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে। অতিরিক্ত দূষণের কারণে ফোরোমোন ঠিকভাবে কাজ করছে না। এমনকি বিপরীত লিঙ্গের মৌমাছিকে যেমন খুঁজে না পাওয়ার মতো সমস্যা তৈরি হচ্ছে।

আর মূলত সেই কারণেই নিজের লিঙ্গের মৌমাছির সঙ্গেই মিলন হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। যেসব পুরুষ মৌমাছি ওজোন গ্যাসের প্রভাবে সেভাবে আকর্ষণ তৈরি করতে পারে না, তাদের দিক থেকে স্ত্রী মৌমাছিরা মুখ ফিরিয়ে নিচ্ছে।

অন্যান্য প্রাণীদের মতো মৌমাছিরাও তাদের সঙ্গীকে ইঙ্গিত দেয়। পুরুষ মৌমাছিরা নানারকম অঙ্গভঙ্গির মাধ্যমে সঙ্গম করার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু তাতেও স্ত্রী মৌমাছিরা তাদের পাত্তা দিচ্ছে না। কিন্তু এভাবে প্রজননের হার কমে গেলে তো বিপদ! এ প্রসঙ্গে বিজ্ঞানীরা জানান, মৌমাছিদের মতো আরও অনেক পতঙ্গ ও প্রাণীর প্রজননে সাহায্য করে ফোরোমোন। আর এর ক্ষতি অনেক প্রজাতির অস্তিত্বের বিলুপ্তির কারণ।

এভাবে বায়ুতে দূষণের মাত্রা বাড়তে থাকলে খুব শীঘ্রই ইকো সিস্টেমে ব্যালেন্সের অভাব দেখা দেবে। আর এর ফলে মানুষের জীবন গভীর সঙ্কটের মুখোমুখি হবে। ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ অধিকমাত্রায় মানুষকে গ্রাস করবে। তাই যত শীঘ্র সম্ভব পলিউশন কন্ট্রোল করতেই হবে।