পশ্চিমবঙ্গে আরও একটি নতুন রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস!

11
পশ্চিমবঙ্গে আরও একটি নতুন রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস!

বন্দে ভারত এক্সপ্রেস গত ৩০ ডিসেম্বর থেকে এরাজ্যে প্রথম চালু হয়েছিল। এবার আরও একটি নতুন রুটে চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রের খবর, এবার হাওড়া-পুরী রুটে চালু হতে পারে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস।

তবে এব্যাপারে রেলের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রেল সূত্রে জানা গিয়েছে, এবার হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হতে পারে।

হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। যদিও বন্দে ভারত নিয়ে ঘটনার ঘনঘটার শেষ নেই। রেল সূত্রের খবর, গত ৩০ ডিসেম্বর এরাজ্য থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালুর পর থেকে আরও একটি নতুন রুটে সেমি হাই স্পিড এই ট্রেন চালানোর পরিকল্পনা শুরু হয়। হাওড়া-রাঁচি এবং হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা নিয়ে আলোচনা শুরু হয়।

তবে শেষমেশ হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাই পাকা হয়েছে বলে রেল সূত্রের খবর।