স্বামী বিবেকানন্দের পূর্ণবয়ব মূর্তিতে জুতো পড়ে মাল্যদান করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল ময়ূরেশ্বর পাতিল।
এই নিয়ে কটাক্ষ তৃণমূলের।
বৃহস্পতিবার ছিল স্বামীজীর ১৬১ তম জন্ম দিবস। মালদা জেলায় গত কয়েকদিন ধরে দলীয় কর্মসূচিতে রয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল ময়ূরেশ্বর পাতিল।
এদিন অন্যান্য বিধায়কদের নিয়ে স্বামীজীর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করতে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় পৌঁছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মাল্য দান করে বিতর্কে জড়ান তিনি। জুতো পরে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। তবে এই বিষয়ে কোন মন্তব্য করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
এই ঘটনা নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন এটা বিজেপির সংস্কৃতি।