প্রেম বড়ই জটিল জিনিস কখন কার প্রতি আসে কেউ বলতে পারে না। এই প্রেম নিয়েই একটা মজার গল্প অথচ বাস্তব ঘটনাই আজকের প্রতিবেদনে বলবো। ঘটনাটি ঘটে বিহারে। বিহারের খাগারিয়া জেলার এক ‘লাভ স্টোরি’ সিনেমার গল্পকেও হার মানাবে। ওই এলাকার দুই নারী বিয়ে করলেন একে অপরের স্বামীকে। দু’জনের নামই রুবি দেবী! নামের মতো তাঁদের ভাগ্যও জড়িয়ে গেল এক সুতোয়!
কি ছিল ঘটনাটা আসুন জানা যাক। খাগারিয়া জেলার পসরাহা গ্রামে থাকতেন নীরজকুমার সিং ও রুবি দেবী বলে এক দম্পতি। ২০০৯ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের চারটি সন্তানও আছে। সব দিব্যি চলছিল। কিন্তু তাদের সুখের সংসারে সমস্যা হয়ে আসে রুবি দেবীর দুম করে পড়া প্রেমের কারণে। পড়লেন তো পড়লেন একই গ্রামের মুকেশকুমার সিংয়ের প্রেমে! মুকেশও বিবাহিত। তাঁর সন্তান রয়েছে দু’টি। ধীরে ধীরে সম্পর্ক এমনই গভীর হল যে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের ৬ ফেব্রুয়ারি ঘর বাঁধলেন মুকেশ-রুবি। এই ঘটনাটি অনেক দিনের হলেও এই ঘটনার টুইস্ট ঘটে এই বছরের কিছুদিন আগে।
নীরজ ও রুবি পালিয়ে যাওয়ার পর তাদের দুই বাড়ির মধ্যেই আকাশ ভেঙে পড়ে। এত গুলো বাচ্চা রয়েছে তার উপর। এদিকে স্বামীর এমন কাণ্ডে মুকেশ বাবুর স্ত্রীও বেশ ভেঙে পড়েন। ঘটনা চক্রে তার নামও রুবি দেবী। যায় হোক এদিকে নীরজও মুকেশের নামে তাঁর স্ত্রীকে অপহরণের অভিযোগ করলেন থানায়। এর মধ্যেই তাঁর হাতে এল মুকেশের স্ত্রী রুবির ফোন নম্বর। তিনি ফোন করেন তাঁকে। ক্রমে তাঁদের মধ্যেও হটাৎ করেই প্রেম ঘনিয়ে ওঠে। হয়তো দুজন দুজনার দুঃখের সাথী হতে চেয়েছিলেন তাই এই বছর ১৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসে পড়েন তাঁরাও। স্বাভাবিক ভাবেই এমন অভিনব প্রেমকাহিনি শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা। দুই রুবির পরস্পরের প্রেমে পড়ার এই ঘটনা ভাইরাল হতে সময় নেয়নি। এমন ঘটনা সিনেমা ওয়েব সিরিজেই দেখে থাকি আমরা। কিন্তু এ তো একেবারে বাস্তব ঘটনা।