ঘরে ঘরেই যমজ সন্তান! পর্যটকদের কাছে বেশ দর্শনীয় স্থান হয়ে উঠেছে কেরলের এই গ্রাম

36
ঘরে ঘরেই যমজ সন্তান! পর্যটকদের কাছে বেশ দর্শনীয় স্থান হয়ে উঠেছে কেরলের এই গ্রাম

কেরলের কোদিনহি গ্রামের মতো আশ্চর্য স্থান এই পৃথিবীতে আর দুটো নেই। কারণ একমাত্র এই গ্রামে বলতে গেলে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই রয়েছেন যমজ সন্তানরা। একই রকম চেহারার দুজন মানুষের এখানে আকছার দেখা মেলে। পর্যটকদের কাছে বেশ দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই গ্রাম। প্রতি ১ হাজার নবজাতকের মধ্যে ৯ জোড়া যমজ সন্তানের জন্ম হয়। এই গ্রামে প্রতি হাজারে ৪৫ জোড়া যমজের জন্ম হয়।

এই গ্রামে প্রায় ৪০০ জোড়া যমজ মানুষের বাস। কোচি থেকে ১৫০ কিমি দূরে অবস্থিত এই গ্রামে ২ হাজার পরিবার বসবাস করেন। গ্রামে ঢুকতেই নজরে পড়বে, ঈশ্বরের আপন যমজদের দেশে আপনাকে স্বাগত। ২০১৭ সালের হিসেবে ৪০০ জোড়া যমজ মানুষ থাকেন এই গ্রামে।

২০১৬ সালের অক্টোবরে গবেষকদের এক বিরাট দল এই গ্রামে এসেছিলেন তদন্ত করার উদ্দেশ্যে। ফর সেলুলার অ্যান্ড মলিকিউসার বায়োলজি, কেরল বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশিয়ান স্টাডিজ থেকে শুরু করে লন্ডন বিশ্ববিদ্যালয় ও জার্মানি থেকেও গবেষকরা পা রেখেছিলেন গ্রামে গবেষণা চালানোর উদ্দেশ্যে। তবে তারা রহস্যের প্রকৃত সমাধান করতে পারেননি।

বহু যমজের শরীর থেকে লালারস ও চুলের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন তারা। তবে চুলচেরা বিশ্লেষণ এর পরেও প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি। কেউ মনে করেন জিনগত কারণে, কারোর ধারণা এখানকার জল আবহাওয়াতে এমন কিছু উপাদান আছে যা যমজ সন্তান জন্মানোর জন্য সহায়ক। তবে প্রকৃত কারণ উদ্ধার করা সম্ভব হয়নি।