ভারতের প্রতি দারুন ভাবে কৃতজ্ঞ তুরস্ক !

14
ভারতের প্রতি দারুন ভাবে কৃতজ্ঞ তুরস্ক !

ভূমিকম্পের কারণে দারুণ ভাবে বিপর্যস্ত তুরস্ক। এবার এই অবস্হায় তুরস্কের পাশে দাড়িয়েছে ভারত। এটা ভারতের নতুন কাজ নয়, প্রকৃত বন্ধু কাকে বলে? এটা ভারত বারবার প্রমাণ করেছে। বিশ্বের যেকোনো দেশের খারাপ দিনে ভারত পাশে দাড়িয়েছে‌ । ইতিমধ্যেই তুরস্কে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। তাই তুরস্কের পাশে ভারত। ভারতের সেবাশুশ্রুষা ও অক্লান্ত পরিষেবা দেখে তুরস্কের বাসিন্দারা তাদের ভাইবোন বলে স্বীকার করছেন। অনেকেই ভারতের এই পাশে দাঁড়ানোকে প্রশংশার চোখে দেখছেন।

গত শনিবার তুরস্কের এই বাসিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, আমি তাদের প্রতি দারুন ভাবে কৃতজ্ঞ। কারণ তারাই প্রথম দল যারা এখানে সবার আগে পৌঁছেছে। এই প্রথম আমি ভারতীয় কোনো মানুষের সাথে পরিচিত হয়েছি। তাদের সাথে কথা বলে ও তাদের ব্যবহার মুখে বর্ণনা করা শক্ত। আমি তাদের বন্ধু বলেই ডেকেছি কিন্তু তারা একেবারে ভাইবোনের মতো ব্যবহার করেছে।

তুরস্ক দারুন ভাবে বিপর্যস্ত,তাসের ঘরের মতো ভেঙে পরেছে বহুতল সব বাড়ি। ইতিমধ্যেই ২০ হাজারের বেশী মৃত্যুর খবর কানে আসছে। অগনিত মানুষ আহত হয়েছে। তাদের উদ্ধার কার্য চলছে এখনো। দেশের সরকারকে ও মানুষকে সাহায্য করার জন্যই ভারত হাত বাড়িয়েছে।