আর বেশি দেরি নেই পঞ্চায়েত নির্বাচনের, কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ডঙ্কা বেজে উঠবে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে নিশানা করে বিভিন্ন মন্তব্য করে চলেছে। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি বিশ্বভারতীর উপাচার্য থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের বিচারপতি কাওকে ছাড়ে নি। সবাইকে আক্রমণ করেই বলেছেন। বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করলেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর চাকর বলে।
এদিন কোচবিহার জেলার দিনহাটার রংপুর রোডে তৃণমূল কংগ্রেস একটি সভা আয়োজন করেছিল। আর সেখানে উপস্থিত থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে সরকার মানুষের ভালোর জন্য অনবরত কাজ করে চলেছে। সেই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে।
এখানেই শেষ নয়, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করে বলেছেন, গত শনিবার যখন সিদ্ধেশ্বরীতে সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন গ্রেটারের এই সভাতে যাওয়ার জন্য তৃণমূল নেতারা জোড়জবরদস্তি করছে। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই প্রেমানন্দ দাশের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়েছিল যেটা আমি খুলেও দেখিনি। দেখলেও যেতাম না কারণ বিচ্ছিন্নতাবাদীদের অনুষ্ঠানে আমি যাই না। শেষে তিনি এটাও বলেন ভোটে জিততে না পেরে বিজেপি তার চাকরবাকরদের দিয়ে অপমান করছে।