বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরা সংলগ্ন কেষ্টপুর ট্রাক ও ছোট গাড়ির সংঘর্ষ। এই ঘটনায় মৃত দুই আহত আরও আটজন।
জানা এদিন একটি ট্রাক রাস্তার পাশে দাঁড় ছিল। ঠিক সেই সময় ছোট গাড়িটি এনজেপি থেকে নেপালে উদ্দেশ্যে যাচ্ছিল। তখনই ছোট গাড়িটি ট্রাকের পেছনে স্বজরে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের আহত হয় আটজন।
এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।